যখন চলে গেলে
লালশাড়ি সাদা রজনীর মালাতে
কপালে সিঁদুর চন্দন ফোটা নিয়ে ।
অপূর্ব, দুচোখ ভরে শুধু দেখলাম ।
তখন বাউল মনে সব হারানোর ছবি;
অমন সুন্দর চোখ তোমার ইচ্ছা করে
একবারও ফিরে দেখলেনা ।


যখন চলে গেলে
বাতাসের বুকে ছিল নিরব কান্না
গতিহারা নদী দিশাহারা ছুটে চলে ;
ব্যথা মুহুর্তে কিযে করি কিছু বুঝিনা,
দূর থেকে ভেসে আসে হাহাকার ধ্বনি।
দুরে শ্মশান ঘাটে আগুনে শব পুড়ছে ;
এখানে আগুন ছাড়া হৃদয় পুড়ে যাচ্ছে ।


যখন চলে গেলে
স্মৃতিগুলো লিখে নিতে হাতে সাদা কাগজ
কিকরে লিখি জোনাকি আলো সব নিয়ে গেছ;
ভাবনার দরজায় হয়েছে বেবাক নিরুদ্দেশ;
দেখনা, গাছের পাতারা সব ঝরিয়ে দিচ্ছে ;
মরুভূমিতে তৃষ্ণা মেটাতে দেখি মরিচিকা
নিয়ে যাওনা, তোমার স্নিগ্ধ মাটির বিছানায় !