পশ্চিমের সূর্য যেই টুপ করে ডুবে গেল
নদীর ওপারে।আকাশ তখন সিঁদুরে রাঙানো ।
ঠিক তখনি ঝুপ করে নদীর বুকে একটা শব্দ ;
আন্দোলিত জলে অদ্ভূত এক তরঙ্গ জাগে ।
গাছের পাতায় পাতায় কেমন এক কম্পন ।
ছিটকে যাওয়া জলের ফোটায় সাদা বকটা,
অলস ভাবে তার পাখনা দুটো ঝেড়ে ফেলে ।


সেই মেয়ে আবার ভেসে ওঠে জলের উপর;
তখন চলে জলের সাথে বাঁচা মরার লড়াই ।
শরীরের ফুসফুস চায়ছে আর একটু অক্সিজেন;
কুমারী মা বাঁচবার জন্য নেয় ঘন ঘন দীর্ঘ-শ্বাস ।
জলদেবী যেন বলে ওঠে- যাও মেয়ে ফিরে যাও ।
শরীরের নতুন প্রাণও যেন কিছু বলতে চায় ;
মা আমার কি দোষ,আমায় পৃথ্বীর আলো দেখাও ।