আজ অনেকটা অবসর, নেই যন্ত্রের যন্ত্রনা
     সময় এখন বাল্যবন্ধু খলনায়ক নয়।
   নদীর এপার ক্রমশ পাড় ভেঙে চলেছে
ওপার শস্যশ্যামলা নতুন করে ঘর বাঁধছে
   হেলে পড়া বট গাছ সদর্পে কালও ছিল।
মা'কালী থান সাথে ছিল বহুদিনের খাঁড়া;


একদল বলেছিল মা নিজেকে রক্ষা করবে,
অন্যদল বলেছিল পাপে পরিপূর্ণ জগত
   দেখো শেষমেশ কাল কি হয় ।
রাত শেষ হবার আগেই সব গল্প শেষ।
প্রকৃতি ক্ষনে সৃষ্টি ক্ষনে ধ্বংসে মাতে,
মনে কেমন হু হু ধুমায়িত অস্পষ্ট ছবি;
নদীগর্ভ থেকে খলখল অট্টহাসি শুনি
     জলজ গন্ধে ক্রমশ ঘনীভূত হয়
হৃদয় পোড়া লাশের আঁশটে গন্ধ ।