ঝড় আসছে বনানী প্রহর গোনে
খাঁ খাঁ নদী নালা প্রখর রোদ্র দহনে;
একা এক চিল ওড়ে দিকচক্রবালে
কী যেন খুঁজে অলস ক্লান্ত ডানা মেলে ।
ঝড় আসছে বুঝেছে পিপীলিকা সারি
একে একে নতুন বাসায় যায়যে ফিরি;
ঈশান কোনে ঐ যে মেঘ ভিমকালো  
আকাশের নীল দ্রুত গোগ্রাসে গেলে।
খোঁটা খুলে গরু ফিরেছে গোয়াল ঘরে
ঘন্টা দুলিয়ে বাছুর এসেছে তারপরে পরে ।
ত্রস্ত মা উঠান ছাড়িয়ে খোঁজে তার বাছারে
সাড়া না পেয়ে ভয় জেগেছে মনের গভীরে ।
কি জানি কি হ্য় ? বাছারে আয় ফিরে আয়
এমনদিনে বাপ তোর আর ঘরে ফেরে নাই !
ঝড় আসছে শন শন শব্দে উড়ছে কত ধূলো
মর মর মর করে ভাঙছে গাছের ডালগুলো ।
শুনি পাখির আর্তনাদ ভেঙে গেছে তার বাসা
বজ্রনাদে হুরমুরিয়ে সৃষ্টির কাছে মৃত্যূর আসা ।



* আমি বিশেষভাবে কৃতজ্ঞ কবি হুমায়ুন কবির কাছে ।আমার এই কবিতা তার নামে উত্সর্গ করলাম ।