আজ ঝড়ের মুখোমুখি একটা জীবন
রীতিমতো ঝড়কে শাসাচ্ছে রক্ত চোখে
        এসো ঝড় দেখি কী করতে পারো।
একে একে অনেক ঝড় শেষ করেছি
এই অশান্ত দিনে কোন ঝড়ের সংকেত
সবই তো গেছে ঝড়ের করাল গ্রাসে
আর কি তুমি চাও হে মহাকাল ঝড়
        এই নশ্বর কায়া কামনা করো ঝড়।
শরীরে যত একান্ত আপন যন্ত্রণা চেওনা ঝড়
চেতনায় উজ্জীবিত এখনও যে রক্তিম ঝড়
ওহে ঝড় পারবে না কোনমতে কেড়ে নিতে
দেখে  নিও ঝড় একদিন জিতে যাব মহারণে
    সেদিন হারমানা হারে শুন্যতায় যাবে ফিরে ।