এ দিন আমাদের, মে দিন আমাদের
বুকের হাঁপরে উপবাস তৃষ্ণাতে কাটে দিন ।
এখনো দেখছি কৃষ্ণচূড়া বহু ঝড় সামলে,
ফুটিয়েছে লালফুল গায়ছে ঝড়ের গান ।


কত কত বঞ্চনা কত রূপে খিদের রাজ্যে
কত কত প্রলোভন ছড়ানো দেখি আজ যে ;
কত স্বপ্ন মরে গেছে কবরে নিয়েছে শয়ান
কাজ নেই কাজ নেই শুধু আছে দুঃসহ দিন ।


আজ কাল পরশু শুধু শুনছি প্রতিশ্রুতি
বাঁচা কিম্বা মরা লাভ লোকসান ক্ষতি;
পাওয়া না পাওয়ায় জেগেছি অনেক রাত
একবার যদি জ্বলে উঠি আসবেই সেইদিন।


রক্তে আর ঘামে প্রাসাদে জ্বলছে আলো
আমার ঘরে অন্ধকার একরাশ ঘন কালো ।
ভিক্ষা নিতে লজ্জা হয়, চাই আট ঘন্টার কাজ ;
এই দুহাত কাজ পেলে জীবন পাবে সম্মান ।