জীবনধারা চলতেই থাকে,
কখনো বিস্তারে বিলম্বিতে ;
কখনো দ্রুতলয়ে কখনো ঝালায় ।
আবার কখনো নিস্তব্ধ নিথর অবস্থায় ।


জীবনের সাথে জীবন যোগে
জীবন হয়ে যায় অমৃতধারা;
আবার কখনো সে হয়ে ওঠে নরকের প্রায়।
অসমুদ্রাচলে তখন মুক্তি খোঁজে যদি সে পায়।


জীবনের কতশত রঙ আছে
মেলে ধরতে হয়েছে কৌতুহলী।
পুড়েছে পতঙ্গ যেমন পুড়ে হয়ে যায় ছাই।
ধুসর বর্ণ আকাশ বাতাস হয়েছে বিষময় ।


জীবন তবু মাথা উঁচু করে
ইতিউতি চায় পানকৌড়ির মতো ।
তবুও তা অধরা, এযেন এক অপার বিস্ময়।
জীবন একা একলা গুমড়ে মরে ফুরিয়ে যায়।