জীবনমুখী ধায় সূর্য পানে অচিরেই সূর্য্যমুখী প্রাণ ।
রুপকের আড়ালেতে থাকে আরো একটা জীবন ।
ছড়া-কবিতায় শুধুই মজা নয় থাকে জীবন সন্ধান।
দেশাত্মবোধকে দেশ ও দশের চালচিত্র জীবন ।
প্রকৃতির রূপচ্ছায়ায় এই সমাজের রুপকথা বর্ণন ;
বিরহে বিরহীর চুপকথা যে সান্ত্বনা খোঁজে জীবন ।
বিদ্রোহী আগুনের ফুলকিতে সত্যান্বেষীর জাগরন ;
ধর্মীয় জ্ঞানের মঙ্গলদীপে আলোকিত হোক জীবন ।
প্রেম হোক প্রেমময় একে অন্যতে হোক বিলীন;
মানবতাবাদীতে মানবিক মুখে স্বপ্ন আঁকে জীবন ।
বিবিধ আলোয় বিবিধের মাঝে গড়ি মিলন মহান ;
আলোকিত আলোয় বর্ণিল জীবন জাগুক অনুক্ষণ।



***যাদের কবিতা  আজ পাঠ করেছি তাদের জন্য এই কবিতা উত্সর্গ করলাম ।