সীমানা ভেঙেছে আগল খুলেছে
জীবনের সবিতা বাংলা কবিতা ।
সারা নিখিল বঙ্গে জাগে তরঙ্গ
চিত্রে বর্ণে মনোরম ছবি'তা ।


বুকের ভিতরে আনন্দ-দোলা
প্রতি ঘাসে ঘাসে শিশির মাখা।
ছড়িয়ে পড়ছে আলোর আভাস
বাতাসে উড়ছে বিজয় পতাকা।


তুমি কি এখনো ডাক শোনোনি
তুমি কি তবে দেবেনা সাড়া ।
চলে এসো কবি কবিতার টানে
এপারে ওপারে জেগেছে পাড়া ।


এ যেন এক মহা-মুহূর্ত
কত কত রাত জেগে অপেক্ষা ।
কবি কবিতার মহা-মিলন
সুখে দুখের শুরু হোক কথা ।