জীবনে স্বরলিপির অক্ষরে যে তোমার নাম
ক্রাচের উপর ভর দিয়ে ভোরের স্বপ্ন দেখি
ক্লান্ত ডানায় আলতো লেগে থাকা দিনযাম ।
সাধের মনকাননে পারিজাত বিকশিত রাখি ।


এমন একটা ভোর কি সত্যিই কাম্য ছিল ?
টানটান শীতদুপুরে কুকুরকুন্ডুলি হয়ে জড়িয়ে ।
কমে যাওয়া মাথার চুলের মতন ভালবাসা
যেন আদুরে ছেঁড়া নকশীকাঁথা,স্মৃতি জড়িয়ে ।


কর্কশ ধ্বনিতে একনাগাড়ে কালো কাকটা ডাকে
খিদের জ্বালাতে পাশের বাড়ির বউ নগরকীর্তনে
আজ মাদারি খেলার দড়িতে দোদুল্যমান মৃত্যু
হয় তোমার নয়তো শীতল ঘুমের দেশ টানে ।