হাসি আর কান্না,
যেন সুখ আর অসুখ
হয়তো বা কখন ব্যতিক্রম হয় উল্টো।
দুখ যেন দাদাভাই সুখকে জড়িয়ে রাখে বুকে।
কিছুতেই যেন তার নাগাল না কেউ পায়।
সুখ তাই নিরাপদ দুষ্টু মিষ্টি ইতিউতি চায়।
সুযোগ পেলেই সুখ আদরের চাদরে জড়ায় ।


জন্ম আর মৃত্যু
জন্ম খুঁজে পেলে সে বড় আনন্দের দিন
মৃত্যু ও বলে ভাই মনে রাখিস আমায়।
তোর জন্যে ফুল ফোটে আমাকেও যে ফুলে সাজায়।
হাসি কান্না সুখ অসুখ জন্ম আর মৃত্যু
এসব নিয়েই জীবন থেকে জীবনান্তর।
সময়ের ফুলদানীতে কে সাজিয়ে রাখে একে একে।