জীবন আর মৃত্যুর মাঝে আছে খুব সামান্য ফারাক  
সেটুকু সময় আনন্দে থাকো অন্যকে আনন্দ দাও ।
             উপভোগ করো এটাই জীবনের ধারাপাত ।
কান্না হাসির দোদুল দোলায় আছে যেটুকু ফারাক
দুটোতেই ঝরে চোখের জল,তাকে ঝরে যেতে দাও
              মেনে নাও এটাই জীবনের ধারাপাত ।
প্রেমে আর অপ্রেমের মাঝে খুব সামান্যই ফারাক
অপ্রেমে যেমন ঘৃনা, প্রেমে স্নিগ্ধতা ঝরে যেতে দাও
              জেনে নাও এটাই জীবনের ধারাপাত।
সাদা আর কালোর মাঝে আছে খুব সামান্য ফারাক
কালোয় মিশে অস্বচ্ছতা, সাদায় স্বচ্ছতার বৃষ্টিধারা
              বুঝে নাও এটাই জীবনের ধারাপাত।
সত্য আর মিথ্যার মাঝে আছে যেনো বিস্তর ফারাক
মিথ্যা কালিমালিপ্ত সত্য, যেন ঠিক অবিরাম সূর্যরশ্মি
              দেখে নাও এটাই জীবনের ধারাপাত।
যুদ্ধ আর শান্তির মাঝে আছে জানি বিস্তর ফারাক
যুদ্ধ ক্ষমতা পেতে রক্তঝরা, শান্তি অভয়বাণীর মুক্তধারা।
               যুঝে নাও এটাই জীবনের ধারাপাত।