যদি আমি প্রেমিক না হই,
     হয়ে যাব নদীর ভাঙন ।
পুরনো বটের ঝুরির নিচে ত্রিশূল বেদী  
এক নিমেষে মুছে দেব ...
      যেন সেখানে কোনদিন কিছুই ছিলনা।
যদি আমি প্রেমিক না হই,
   হয়ে যাব দাউদাউ দাবানল।
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব
যেখানে যত আছে বৃষ্টি-জঙ্গল
       যেন জোনাকি জন্ম করে হাহুতাশ ।
যদি আমি প্রেমিক না হই,
      হয়ে যাব ঈশানী ঝড়।
ধূসর ধুলো উড়িয়ে করব লণ্ডভণ্ড হাহাকার
আমি যেমন পুড়ে হয়েছি অঙ্গার
       প্রতিশোধ স্পৃহায় দেখব দুচোখ ভরে।


যদি আমি সত্যিই এক প্রেমিক হই,
        হব শান্ত স্নিগ্ধ সরোবরের পানি।
মরালীর মতন ছায়া ফেলে সাঁতার দিও
ডাঙ্গায় পাখনা ঝেড়ে মুগ্ধ চোখে দেখে নিও।
   জোনাকি হবার ইচ্ছাটুকু জাগিয়ে দিও।