তুমি আসবে তাই দেখো
শুকনো গাছে সবুজের সজীবতা  
কোকিলার শরীর জুড়ে অদ্ভূত চঞ্চলতা
বনে থেকে বনে অন্তর জুড়ে একি তরঙ্গতা ।


তুমি আসবে তাই দেখো
মেয়েটা ছুটে যায় পিচঢালা রাস্তায়
ছেলেটা আসতে চায় বিকেলের বাসটায়
হলুদ শাড়ি আর কাঁচের চুড়িতে কি বোঝাতে চায় ?


তুমি আসবে তাই দেখো
ফুলের কোরকে ইচ্ছা ফুটে উঠবার  
বাতাসের বুকে হু হু শাল পিয়ালের মর্মর
আজ ক্ষীনস্রোতা হয়ে যেতে চায় দুরন্ত দুর্বার ।


তুমি আসবে তাই দেখো
ফাগুনের মাথায় আগুনের তাজ
বউ কথা কও ভুলে গেছে সব লাজ
সে যদি আসে হটাত রেখেছি দুয়ার খুলে আজ ।