আজো সবাই একে একে ফিরে এলো ।
নৌকা গুলো সবই ফিরল সে ফিরল না ।
ঝুলে থাকা তমাল গাছের আড়ালে থেকে,
মেয়েটা অধীর আগ্রহে ওরনা সরিয়ে দেখে ।
না সেই চেনামুখের মানুষটা এলোনা ।
রোজ মেয়েটা মুখ টাকে ঢেকে আসে
চোখ মুছতে মুছতে আবার বাড়ি ফিরে যায় ।


এক নতুন প্রানের ঠিকানা তার শরীরে
একমাত্র সেই জানে কে তার বাপ ?
কাউকেই সে মেয়ে এখনও জানায়নি ।
আর কদিন পরেই সব্বাই জেনে যাবে ।
মেয়ে লজ্জায় নিজের মুখ নিজেই ঢাকে ।
কিন্ত আজ সে আর বাড়ি ফিরবে না।
আশ্রয় নেবে মেয়ে জলদেবীর শরীরে ।