আবার এসেছে জন্মদিন
বড় খুশির এইতো দিন ।
তবু যেন মন কেমন ?
ফেলে এসেছি যেদিন ।
মনে এখনো বিদ্যমান
মায়ের ঘুম পাড়ানি গান ।
দেখতে দেখতে পরিবর্তন
শৈশব কৈশোর যৌবন ।
হাসি কান্নায় দিন যাপন
বারবার আসে সেই দিন ।


বড় প্রতিক্ষীত সেই দিন
জন্মদিন আমার জন্মদিন ...


এখন ভাবনা যে অনুক্ষণ
ছেড়ে যেতে হবে একদিন ।
পড়ন্ত রোদ্দুরে এই জীবন
ডাকে ঘরে ফেরার গান ।
বুকের ভিতর ওঠে তুফান
শরীর জুড়ে কেমন আনচান।
নিজেই নিজেকে প্রশ্ন এখন
কেন অবুঝ হও রে মন ?
তরঙ্গায়িত এই যে ভুবন
ঢেউয়ের দোলা জীবন মরণ ।


বড় প্রতিক্ষীত সেই দিন
জন্মদিন আমার জন্মদিন ...


এক গুন্ডুষে করে নেব পান
পৃথিবীর আলো হাসি গান ।
যতক্ষণ আছে শরীরে প্রাণ
মাথা উঁচু শিরদাঁড়া টানটান ।
ভয় দেখাস নে ওরে মরন ;
পারবি কি নিতে স্বতস্ফুর্ত মন ?
হলে সময় দেব নশ্বর দেহখান
জগত গায়বে আমার জয়গান ।


বড় প্রতিক্ষীত সেই দিন
জন্মদিন আজ আমার জন্মদিন ...



বন্ধু সমীর প্রামানিকে'র  জন্মদিন উপলক্ষে একটা কবিতা উত্সর্গিত ।