আর কিছুতে করিনা ভয়
       জয় বাংলার জয় ।
চোখে আগুন বুকে সাহস
       জয় বাংলার জয় ।


দেখো পুবাকাশে সূর্য হাসে
     ফুল ফোটে পাখী গায়।
জোনাকি রাত তারা ভরা
   চাঁদ ফুটফুটে জোছনায়।
    
ভোর সকালে কৃষান মাঠে
   মেঠোপথ ধরে বধু ঘাটে যায়।
মা মা বলে নেংটা ছেলে
   ছোট্ট পায়ে পিছু পিছু ধায় ।


দামাল ছেলে গাছের ডালে
    রাখাল সুরে বাঁশি বাজায় ।
রোদ্দুরে মেখে কিশোরী মেয়ে
    মাটির দেয়ালে আল্পনা দেয়।


আর কিছুতে করিনা ভয়
       জয় বাংলার জয় ।
চোখে আগুন বুকে সাহস
       জয় বাংলার জয় ।