আমরা এখন মৃত্যু ছোঁয়া উপত্যকায়  
ভালোবাসার বালুকাবেলায়, আতঙ্ক দাপিয়ে বেড়ায়।
তাই ভরা পূর্ণিমায় অমাবস্যা হুমকি দেয়।
তোমরা থাক খিল এঁটে দরজায়...
যে যার মতন যেমন ভাল থাকা যায়।
শুঁয়োপোকা যেমন নিজেকে রাখে গুটিপোকায়
ঠিক তেমনি আগামীর আলোর অপেক্ষায়।


এ বসন্তে যে ফুলেরা ফুটতে পারেনি
পত্র-কোরকে যে কিশলয় নিজেকে মেলতে পারেনি
রুদ্ধদ্বারে যে সঙ্গীত প্রকাশ হতে পারেনি...
যে কথাগুলো চেনামুখ থেকে ঝরতে পারেনি।
তারা আজ না হোক কাল পরশু বা আগামী বসন্তে
একে একে ঠিক আসবে, প্রভাতীর আনন্দ বুনতে
অযাচিত বেদনা খুশিতে রাঙ্গাতে প্রতি ফুল বৃন্তে ।