যুদ্ধ এখন ঘরে বাইরে ...
দারুন দীপক রাগে তুমি আবিষ্ট।


যুদ্ধের ডাক দামামাতে শুনছি
বুকের হৃদপিন্ড কেঁপে কেঁপে উঠছে ।


যুদ্ধ এখন রক্তকনিকা আর শ্বেতকনিকায়।
বাঁচতে পারবেনা কেউ মরবে সবাই ।


যুদ্ধের কনা ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বময়।
শুধু নিজের স্বচ্ছতায় বাঁচা সম্ভব কি ?


যুদ্ধের আতঙ্ক কুড়ে কুড়ে মাটি সাবাড় করছে ।
ক্লোরোফিলের সবুজে বড় ঘাটতি ।


যুদ্ধে আমরা সবাই হয়েছি সামিল
যে যার মতন লড়ছে জীবন উপত্যকার জন্য।


যুদ্ধ এখন তুমুল মেঘমল্লার আর দীপক রাগে।
প্রস্তুত আছি হয় পুড়ব নয় বৃষ্টিতে ভিজব  ।