আজ যে শিশু জন্মেছে
তার কপালে ও তাঁর কালো ছায়া ফণা তুলেছে
সারা বিশ্বেটাকে যে যমের বাড়ি মনে করছে ।
নবজাত শিশু কিঞ্চিত কপাল কুন্ঞ্চিত করে
অবহেলায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় ।
ভাবখানা এমন '' যেন কিছুই হয়নি,


মায়ের কোল থেকে মুখ ঘুরিয়ে
সদ্যজাত আড়চোখে দেখে নেয় চায়নাজাতকে।
চোখদুটো বড় করে ভয় দেখানো ভঙ্গিতে বলে...
বরাবর যারা নকল দিয়ে গেছে তুইও নকল;
ছোট্ট হাতের বজ্রমুঠি আকাশে ছুঁড়ে যেন বলতে চায়
ভয় দেখাস না করোনা, তোর জন্য আমিই যথেষ্ট ।
             আমি যুধাজিত
অনেক যুদ্ধ জয় করে এই পৃথিবীতে জন্মেছি ।
ছোট্ট দোলনাতে কাঁথামুড়ি দিয়ে সব দেখছি ।
স্তব্ধতায় ধিরে ধিরে বুঝে নিচ্ছি সমর-কৌশল
অভিমন্যুর মতন ভিতরে ভিতরে শক্তির অনুসন্ধান।
ধ্বংসের মৃত্যুদূতকে নিমেষে খানখান করতে পারি।
কারণ, সৃষ্টি বাঁচাতে যুধাজিত নিজেই সৃষ্টির অগ্রদূত ।