ওরা কারা ? ওরা সর্বশ্রেষ্ঠ মানুষ ।
ওরা কি করছে ? ওরা একে অন্যকে দোষ দিচ্ছে ।
কেন এমন করছে ? নিজ স্বার্থ সিদ্ধ করতে চলেছে ।
ওদের হুঙ্কারে বুক কাঁপে? বুক খালি হবে আমাদের তাই ।
ওদের রক্তের রঙ কি ? আমাদের সকলের মতই রক্তবর্ণ ।
আকাশে কিসের গন্ধ ? বারুদের, আমি জানি মৃত্যুর গন্ধ ।
কেউ নিশ্চয় জিতবে? নিশ্চয় ! কিন্ত আমরা স্বজন হারাব ।
যুদ্ধ যুদ্ধ ভাব জিগিয়ে রেখে লাভ? ক্ষমতা প্রদর্শন করা ।
        অবশেষে শান্তি ফিরবে কি ?
কিছু শকুন উড়বে, হায়েনার লোলুপ দৃষ্টি ঘিরবে ।
শান্তি অবশ্য মিলবে । হয় শশ্মানে নয় কবরের গভীরে ।
কি বললে? আমি কি করব ? বীরগাঁথা রচনা করব ।
যদি বেঁচে থাকি গাছের যত্ন নেবো ;
অনেক ফুল ফোটাবো অনেক মালা গাঁথতে হবে ;
বীরের গলায়, কবরে, শশ্মানে তাজা ফুলে ঢেকে দিতে ।