সজনের সাদা ফুলগুলো সব
          অভিমানে পথে ঝরে পড়ে গো।
পত্রে পত্রে মর্ম্মরই দখিন বাতাসে
          তখন তোমায় মনে পড়ে গো ।


আমের গাছে কত মূকূল ধরেছে
ফুলের বনে হলুদ ফূল ফূটেছে ।
কোয়েল কুহুতে কূজন জেগেছে
         তখন তোমার ছবি আঁকি গো ।।


রাধার মনে শ্যামের বাঁশী
        যেমন বাজে সকল সময় ধরে।
তোমার মিষ্টি মুখের হাসি
        তেমনি শুনি জগত মাঝারে ।


ফাগূণে আগুণ খেলার খবর এসেছে
হৃদমাঝারে আশার আলো জ্বলেছে ।
পাগলপারা তরিখানা তীরে ভিড়েছে
        তবু কেন দুচোখ জলে ভরে গো।