দীর্ঘশ্বাস ছেড়ে মিতা অবাক চেয়ে থাকলো ।
খুঁটে খাওয়া সাদা বক ডানা ঝাপ্টে উড়ে গেল ।
ঠিক তখনই ঝুপ করে সবুজ মাঠে অন্ধকার নামে।
     আর এখানে একা থাকা নিরাপদ নয়।
পরপর তিন দিন সে কারোর জন্য অপেক্ষমান।
মুঠোফোন বলছে তাঁর কোন অস্তিত্ব নেই ।
আঙ্গুলের ডগায় অদ্ভূত এক চিনচিনে ব্যথা।
তার চেয়ে বুঝি উথলে উঠছে অন্তরের ব্যকুলতা।
ধীর পায়ে পায়ে রাজপথের দিকে সে পা বাড়ায় ।
পথে বকুলগাছে সে পাখিদের কলতান শুনতে পেলনা ।
      অথচ, একদিন সৌম্য বলেছিল ...
এই পাখিরা যতদিন কলতানে বাসায় ফিরবে,
বুঝবে পৃথিবীতে এখনো ভালবাসা আছে ।
যদি ওরা বোবা হয়ে যায় বুঝবে দিন ফুরিয়ে এসেছে ।
ভালবাসা বলে কিছু নেই, ভালবাসা মিথ্যে ।
মিতা'র দ্বিধা দ্বন্দ মন চিত্কার করে - সৌম্য...
কি জানি কি হলো,পাখিরা কলতানে মেতে উঠলো ।
মেয়ে আশাতে বুকে গোলাপ ফুটিয়ে রাখে...
অপেক্ষা করে আসবে, সে নিশ্চয় আসবে ...
মুঠোফোন জ্বলে ওঠে রিংটোন'টা খুব পরিচিত ।