আমি বন্ধনমুক্ত উরন্ত এক গাংচিল
একলা চিলে কোঠার জানলা দিয়ে
    জানি তুমি নিরক্ষণ করে চলেছ ;
সকাল সন্ধ্যা চক্রাকারে উড়ে চলা
সাদা মেঘে অনায়াসে ডানা মেলেছি
    উপুর হয়ে তক্তপোষে কি ভাবছ ?
কি মনে করে ছাদের কার্নিশে এলে
বিনুনি খুলে চুল বাতাসে এলো করলে
    হিংসা হলো যদি বাতাস হয়ে যাই ;
মায়ের ডাক এল বুঝি কলতলা থেকে
রাজ্যের শাড়ি একে একে মেলে দিলে
     ভিজে কাপড়ের ভারে তার নুয়ে পড়ে ;
টবের গাছগুলো সূর্য্যতাপে ম্রিয়মান
একের পর এক জল দিয়ে চলেছ
     ওরা আকন্ঠ তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে ;
কি কথা যেন আছে মনের গোপনে
নেমে এলাম এক্কেবারে ছাদের কার্নিশে
     সদ্য সম্মোহনী দৃষ্টিতে উড়তে ভুলেছি ;