কথা ছিল
ওই দুরের সীমানায় দুজনে চলে যাব চোখে চোখ রেখে  ।
কথা ছিল
তুমি হবে নদী আমি বেয়ে যাব ভাটিয়ালী গান গেয়ে ।
কথা ছিল
উর্বর করে নেব জমি তোমার জলসেচে সবুজ বিপ্লব দেখব।
কথা ছিল
রেড রোড ধরে যেতে যেতে দেখে নেব রেনট্রি'র পাতা ঝরা ।
কথা ছিল
পাহাড়ের গায়ে যে নতুন ঝর্না জন্মেছে তার জলে ভিজে যাব।
কথা ছিল
রাজপথের মিছিলে ঘেমে যাওয়া চকচকে মুখের ছবি নেব।
কথা ছিল
একদিন শহীদ মিনারের উপর থেকে কলকাতার শহর দেখব।


তুমি হেসে বলেছিলে
কথা অনেক থাকে কজন কথা রাখে ;
তুমি কবি আর আমি রক্তমাংসের মানবী ;
তোমার শব্দের রক্তগোলাপে আমি সুবাস পাবনা।
আমি সহজ পথ বেছে নিলাম,
তবে কথা দিলাম তোমায় কোনদিন ভুলে যাবনা।