ফুলের জলসায় কবি নিরব কেন?  কথা কও কবি।
দেখছ না ধর্মের জিগির তুলে ছিঁড়ছে সম্প্রীতির ছবি ।
'জাগো নারী জাগো' নারীরা এখন পন্য হয়ে বিকোয়।
শ্রমিক কিষাণ বড়ই বিভ্রান্ত ওরা তাই অন্যত্র পাড়ি দেয়।
প্রজাপতির ডানায় প্রতিদিন রক্তের দাগ লেগে থাকে।
বাগিচার বুলবুলিরা অন্তরজালের অতলে ডুবে থাকে।
কবি কুয়াশা বিদীর্ন করে বাজাও হে রুদ্রবীণায় ঝঙ্কার
আর একবার বজ্রকণ্ঠে গেয়ে ওঠো কান্ডারী হুঁশিয়ার ।