চলে এসেছি তোমাকে না জানিয়ে
তুমি ছিলেনা ...
বাড়িতে ছিলনা কোন আলোর রেখা
অবাক হয়েছি ...
দরজার ঘন্টা বেজে বেজে ক্লান্ত
দরজা খোলনি...
বুকের অন্ধকারে জোনাকির টিপটিপ
ভালো আছতো...



এসেছিলাম হৃদয়ের জলতরঙ্গ শুনতে...
মন খুলে প্রানের কথা বলতে ...
কি করব বলো !
যদি সাগরের দুরন্ত ঢেউএর শব্দ
শুনতে ইচ্ছে করে ।
এক নিঝুম পাহাড়ের নিস্তব্ধতা
পেতে ইচ্ছে করে ।
হটাত এক ঝরনার ঠিকানা
যদি পেয়ে যাই।
বুনো হাঁসের পাখনা ঝাপটানি
কিম্বা একটা ঝড়ের পূর্বাভাস
অফুরান বৃষ্টিতে যদি ভিজতে ইচ্ছা হয়
এই সংকটকালে ।
তাইতো চলে এসেছি ইছামতির কাছে ।