খেলা চলছে খেলা চলছে
কেউ জিতছে কেউ হারছে।
কেউ মাথা ঘামিয়েই মরছে
কেউ গলা ফাটয়েই চলছে।


আকাশে পতাকা উড়ছে
বুকে শিহরন জাগছে।
লেনদেনে বাজি চলছে
তাই পৃথিবী রাত্রি জাগছে।


নামিদামী দল হারছে
অনামিরা আলো মাখছে।
কেউ লজ্জাতে মুখ লুকাচ্ছে।
কেউ ইতিহাস হয়ে যাচ্ছে।


নানান রঙের খেলা চলছে
কেউ উঠছে কেউ পড়ছে।
কত অঘটন ঘটছে
কেউ হতাশায় শুধু কাঁদছে।


কেউ পাথরেতে মাথা ঠুকছে
কেউ বুকটা ফুলিয়ে হাঁটছে।
কেউ মরমেতে মরে যাচ্ছে
কেউ বিনোদন নিয়ে ভাবছে।


খেলা চলছে খেলা চলছে
কেউ রক্তনেশায় মাতছে।
কেউ হিংসায় ফেটে মরছে
কেউ খেলার ভিতরে খেলছে।


খেলতে খেলতে সবটাই শেষ
পৌষমাস কারো সর্বনাশ।
তিরস্কার আর পুরস্কার
সবুজ মাঠেই মিলছে।
খেলার কিন্তু হয়নি শেষ
খেলা চলবে খেলা চলছে।



প্রিয় কবি বন্ধু শ.ম. শহীদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।