পেটে ছুঁচোর কীর্তন।
এক সময় মা যখন বেঁচেছিল।
বলতো খোকা তোর খিদে পেয়েছে।
হয়তো তেমন গরজ দেখাতাম না।
মা বারবার বলতো
অনিয়ম করিসনে খেয়েনে সোনা।
নইলে পেট যে পিত্তি পড়বে।
বেশ আয় আজ তোকে খাইয়ে দি।


তারপর খিদের সময় বধূ বলতো
ঠিক ডালে ফোরণ দেওয়ার মতন,
খাবার বেড়ে বসে থাকতে পারবো না।
খেতে হলে এসো আমি বসলাম।
যখন সময় হবে নিজের ভাত বেড়ে নিও।


মনে হয় মায়ের দিনগুলোই ভালো ছিল।
জানিনা সামনে কি দিন আসছে।
আপনি তো বেকার মানুষ
আমরা আজ হোটেলে খেতে যাব।
খিদে পেলে নিজে রান্না করে খেয়ে নেবেন।


ভাবি বধূর সাথে দিনগুলিই ভালো ছিল।
আসলে যেদিন চলে যায়,
সেই দিনগুলোই ভালো থেকে যায়।