ফিরে এসেছি আমি সাত সমুদ্দুর নদী পেড়িয়ে
এখন থেকে থাকব মাগো তোমার খোকা হয়ে ।
আমি মাগো তোমার সেই অবুঝ ইঞ্জিনিয়র ছেলে;
তিলে তিলে করেছ মানুষ সকল কাজটি ফেলে ।
প্রায় দুবছর হবে খোঁজ খবর কিচ্ছু পারিনি নিতে,
কেমন করে নিতাম বল আমার দিন তোমার রাতে।
তোমার নাকি একলা লাগত কেউ ছিলনা সাথে ।
কে কার বল খোঁজ রাখে মা এই ব্যস্ত দুনিয়াতে।
পেটে যখন লাগত খিদে তখন তোমায় পড়ত মনে
জ্বরের ঘোরে ভুল করে, মা ডাকতাম ক্ষণে ক্ষণে ।
পাগলের প্রলাপ ভেবে নিজেই নিজের হাসি লুকাতাম;
বুকের কান্না লুকিয়ে ফেলে মুখে হাসির মহড়া দিতাম।


বিদায়ক্ষণে বলেছিলে তুমি বিদেশ আসবে আমার সাথে;
তোমার নাকি একলা একলা লাগে নিজের দেশেতে।
দশতলার এই বিশাল ফ্লাটে থাকনা মা নিজের মত
অভাব কিসের? সেবার জন্য নাওনা ইচ্ছে তোমার যত?
বিস্ময়ে বলেছিলে - বুঝবি তখন যখন আমি থাকবনা!
অনেক ক্লান্ত আমি,তাই ঠিক করেছি বিদেশেতে ফিরবনা।


দরজা খোল মা, তোমার খোকা ফিরেছে তোমার কাছে ।
এতদিনে বুজেছি তোমার বুকে ও কত অভিমান জমেছে।
কি হোল মা! আর পারিনা পথের ক্লান্তি শেষ করব এবার;
দরজা খোল মা আমার, নয়তো দুহাতে দরজা ভাঙবো এবার।
দরজা ভেঙে মাকে দেখি নিস্তব্ধ নির্বিকার বসে আছে সোফায়;
কতকাল রাতপোশাকে কঙ্কাল হয়ে আছো খোকার অপেক্ষায়।