শুভ জন্মদিন সাগর বাবু-


           জানিনা কেমন আছেন। আজ আপনার জন্মদিন অনেকদিন আপনার সাথে কোন সাক্ষাত নেই। শেষ এখানে এসেছিলেন ০৬/০৬/২০২০। আপনাকে ছাড়া আসর চলছে,তবু নাম যার সাগর সে কেন আসর থেকে দূরে অবস্থান করে । জানি দিন কাল সময় আপামর জনগণের জন্য সত্যিই খুব ভালো না। তবু গুঞ্জন ওঠে আপনি কোথায়? আপনার মত প্রত্যয়ী সচেতন মানুষ কর্পূরের মতন হারিয়ে যেতে পারেনা। আপনার যে এখনও অনেক কিছু দেবার আছে । আপনার কবিতায় সমাজের কথা মানুষের কথা উঠে আসত। সমাজ বদলের কথাও থাকত।
            কোচবিহার এমন কিছু দূরে নয়। যে মেয়েটা অজগ্রাম থেকে ভারতের নাম সারা বিশ্বে উজ্জ্বল করল তার হয়ে আপনি লিখেছিলেন আপনার লেখনি। আর ঠিক তখনি যেন জোঁকের মুখে নুন পড়ল, নড়ে চড়ে বসে বিশ্বচরাচর। সেই বিশ্বজয়ী মেয়েটাকে দেখতে কচুরিপানা সরিয়ে ঝাঁপিয়ে পড়ল অনেকেই। জানতে এলো বুঝতে এলো আলোর ভাগ তাও নিতে এলো। ছবি তুলবার হিড়িক পড়ে গেল।ঝড়ে বক মারার মতন সংবর্ধনায় সব্বাই এগিয়ে এলো। তারপর ইতিহাস রচনা ।
          কিন্তু, আপনি ! এই কঠিন বাস্তব পরিস্থিতিতে কেমন আছেন? জানতে ইচ্ছা করে তাই খোলা চিঠি পাঠালাম । ইথার তরঙ্গকে মনে প্রাণে বিশ্বাস করি। আশা করছি সাড়া দেবেন। ভালো থাকুন ।



ইতি -


আপনার আসরে আসার অপেক্ষায় - দুর্গা চরন