দীপান্বিতা-


    অনেকের অনেক প্রশ্ন দেওয়ালে টাঙানো সাদাকালো নায়িকার মতন ছবিটা কার ? বান্ধবী বললে ওরা মানতে চায়না ওরা অন্য কিছু শুনতে চায় তাদের নিরাশ করি প্রতিবার। তুই ধারে কাছে আসলেই টের পেয়ে যেতাম বুকে তখন কামারশালার হাঁপর চলে। একদিন তুই ও বলেছিলি তোর ও তাই হয়। ওয়েস্ট জার্মানি চলে যাবার আগে আমার তোলা ছবি আর একটা চিঠি দিয়েছিলি, পদ্মপাতায় শিশিরের মতন  তোর চোখে জল দেখেছি। তারপর একদিন ও দেখা হয়নি। চিঠিতে যা ছিল কোনদিন প্রকাশ না করবার প্রতিশ্রুতি চেয়েছিলি। ছবিটাকে রেখেছি বড় করে ফ্রেমে আর চিঠিটা ছবির পিছনে একসাথে আমার ও চিঠি। সবটা অজানা সবার কাছে। যদিও জানতাম একদিন সত্যের  প্রকাশ হবেই।
   ইতি - সাত্যকি
২৭/০৭/২০২০


     সাত্যকি,
     তোমার আমার ভালবাসা উপহার সারাজীবনের জন্য রেখে দিলাম শরীর এবং অন্তরে। তোমাকে বাবার আমলাতন্ত্রের রোষানল থেকে বাঁচাতে আমার এই বলিদানের সিদ্ধান্ত নিয়েছি। বাবার প্রিয়বন্ধুর পুত্রবধু হয়ে পরবাসী হবো। কিছু ভালবাসা হয়তো রাতেররানী ফুলের মতন ওরা দিনের আলো দেখেনা।
ভালো থেকো, পারলে ভুলে যেও।’’


ইতি =  দীপান্বিতা
তারিখ – ০১/০১/১৯৮৩