রাত বাড়ছে
ব্যস্ত শহর একটু একটু করে
ক্রমেই ঘুমিয়ে পড়ছে রাতের গভীরে।
তুমি কোথায়?
অনেকক্ষন হয়ে গেল দেখা নেই,
একটা মানুষ কর্পূরের মতন উবে যায়?
ফোনটা বন্ধ
আমরা সকলেই চিন্তিত উদ্বিগ্ন,
একটু একটু করে সময় এগিয়ে যাচ্ছে ।


খোঁজ চলছে
লেখানো হয়েছে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ,
খুব আপনজনের দুচোখে জল আর উৎকণ্ঠা ।
কি হয় কি হয়
একটা ভাব, উইপোকার মতন গ্রাস করছে,
হাত পায়ে যেন বটের ঝুরি মাটি ছুঁতে চাইছে ।
একবার কি বলবে না
খুব চেনা স্বরে, আমি ভালো আছি,
তুমি তোমরা নিশ্চিন্তে যে যার ঘরে ফিরে যাও।


রাত বাড়ছে... তুমি কোথায়?
ফোনটা বন্ধ ... খোঁজ চলছে...
কি হয় কি হয়... একবার দাও ডাক...