অনেক দিন পর ভোর সকালে গিয়েছিলাম
কামিনী গাছের সবকুঁড়িগুলো তখনও ফোটেনি,
সবই ঠিক ছিল শুধু বেমানান তোমার অনুপস্থিতি!
একজন আশ্বস্ত করেছিল পায়ে হটাত্‍ চোট পেয়েছে...
সেদিন দেখা করার ইচ্ছা থাকলে সময় হয়ে ওঠেনি।
                 নিজ গুণে তুমি হয়ে যাও মহীয়সী ।
সপ্তদীপের মুখটা সকালের দীপ্তিতে ছিল উজ্জ্বল
নিজেই অকপটে বলে আগামী উত্তর পুরুষের কথা;
সেই মানুষটা থাকলে আব্দার করতো সিঙ্গাড়া কোথায়?
সময়ের ধারপাতে একজন আসে একজন হারায় কোথায়?
বুকের ভিতর কিযে হাচরপাচর হয়! আর বলা হয়ে ওঠেনা
                 শুধু আড়াল করে চোখ মুছে নেওয়া ।
অনেক দিনপর হায়দ্রাবাদ থেকে ফোন
সে অনেক গল্পকথা অভিমান আর অভিযোগ;
তার আদরের নাতনীর ভারী সুন্দর নাম রেখেছে।
বিদেশ থেকে মুঠোফোনে জ্যোত্‍স্নাভেজা মিষ্টি ছবি  
পয়লা বৈশাখের শুভেচ্ছা,ছিয়ানব্বয় শিশুর খবর নিয়েছে
                 মনে প্রাণে সেও চায় সবার ভাল হোক ।
অনেক গুলো মুখ একে একে ভেসে উঠছে
এখনো যে অনেকের কথা বাকি রয়ে গেল বলতে;
অভিমানী বাঙ্গালোরে চুপ করে ধুপ জ্বেলে দিয়ে গেছে।
হাটুর ব্যথায় মুখ ফিরিয়েছে আরো কয়েকজন স্নেহময়ী,
একজন একটু ব্যতিক্রমী চারপাতা কবিতায় তিনি অনন্যা
                সাত ভাই চম্পা তবু পাহারায় পারুলবোন !
'ভুল সবই ভুল' 'যে রাতে মোর' গানে তিনি ধন্যা
সকালের এককাপ গরম চায়ে তিনিই খুব আপনজনা
'এ গান আমি জানি ' অপরূপ কন্ঠে এখনো তিনি মোহময়ী
দীপ'দার গানে মুর্ছনা ঝরে আজ বুঝি বাহার এসেছে দুয়ারে।
গল্প কবিতায় একজন বিনিসুতোয় মালাখানি গেঁথে গেঁথে রাখে
                উত্সব দিন এলে তাকে খুব যে মনে পড়ে ।