সত্যিই কিছু যায় আসেনা।
নিত্য যারা আগুনে পুড়ে খাক হয়
নিত্য যারা খেতখামারে বেগার খাটে
নিত্য যারা লোলুপ দৃষ্টিতে ত্রস্ত হয়ে ওঠে।
সত্যি ওদের কিছু যায় আসেনা।


প্রতিনিয়ত যারা কাজের জন্য হাপিত্যেশে
প্রতিনিয়ত অন্যের ঘর বানিয়ে দিয়ে
ক্লান্ত শরীর এলিয়ে দেয় আকাশতলে ।
অন্যের ঘর আলো জ্বালিয়ে দিয়ে
নিজেকে অন্ধকারে খুঁজে বেড়ানো ।
সত্যি ওদের কিছু যায় আসেনা।


তবু ওদের এইমুখ কখন কখন
উঠে আসে আলোর বৃত্তে, হয় বিজ্ঞাপিত।
মনে আছে সেই ভয়ঙ্কর দাঙ্গায়
ওর অসহায় মুখ দুচোখে অশ্রুভরা।
হাতদুটো জোড় করে প্রাণ ভিক্ষা চায়ছে ।
মনে আছে সেই যাকে জ্যান্ত পুড়িয়ে দিয়ে
আখ্যা দেওয়া হয়েছিল মহাসতী ।
দিল্লির অন্ধকারে যে মেয়েটা
পশুর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে ফুরিয়ে গেল।


সত্যিই ওদের কিচ্ছু যায় আসে না।