তারপর ... তারপর ... তারপর ...
প্রথম দেখায় এগিয়ে গেল কবিতা
মন ভরে দেখলাম সলাজ নিরবতা।
আর একটু পথ সাথেই থাকত
আর একটু কথা বলতেই পারত।


তারপর ... তারপর ... তারপর ...


সাত সমুদ্দুর তের নদী পাড়ে এসে
দেখা হল তার সাথে ভীষণ যুদ্ধ শেষে।
রাজপুত্রের সাথে হয়ে গেল মিল রাজকন্যার।
ঠাকুমা বলেছিল ঘুমাও সোনা রাত গভীর।


তারপর ... তারপর ... তারপর ...


ঠাকুমার নেই গল্পের শেষ জানিনা
গল্পের শেষ আমিও করতে পারিনি।
রাজপুত্র জ্যোৎস্নারাতে নৌকা বায়
রাজকুমারী পাশে বসে গান শোনায় ।


তারপর ... তারপর ... তারপর ...


হাস্নুহানার বনে সাপের আনাগোনা
অদৃশ্য এক শত্রু দুয়ারে দিচ্ছে হানা।
ঝলসে ওঠে কোমরের তরবারি
রাজপুত্র শত্রুকে পাঠায় যমেরবাড়ি।