উড়ন্ত আকাশের পাখী ডানা মেলে দিয়ে উড়ে যায় ।
পড়ন্ত রোদ্দুরে আকাশটা যেন লজ্জাতে হয়েছে লাল ।
বাড়ন্ত ভাতে ভাগ বসাতে এলো, ওরা বুঝি অতিথি ?
ঘুমন্ত রোগিনীকে মাঝে মাঝে মনে হয় ও বেঁচে আছে ?
ফুটন্ত ফুলে মধু না পেয়ে মৌমাছি যায় অন্য এক ফুলে ;
জলন্ত আখাটা হটাত নিভে গেল জ্বালানির অভাবে ;
দুরন্ত বাচ্চাটা চিত্কারে বলে 'মা বড় খিদে খেতে দে ';
বসন্ত তবু উঁকি দেয় হাড় হাভাতে মেয়ের শরীরে ।