দিন ক্রমশ বড়দিন হয় মানুষ মান হুশ হারায় ;
কচুরিপানা ঘিরে ধরে তখন নদী গতি হারায় ।
মাটির কলসি রাখতে রাখতে পাথরের হয় ক্ষয় ;
মোমের আলোয় আন্ধার জয় তখন মোমের ক্ষয়  ।
ফুটলে কুসুম অলির দল জানি আসবে কত ধেয়ে;
পিপিলিকা মরন কালে আগুন দিকে যায় ধেয়ে।
প্রথম প্রেম হয় যদি প্রেমিকদ্বয়ের প্রথম দরশনে;
বুক ভরায় প্রেমের ফসল পরশন নাকি দরশনে!