কিছু স্বপ্ন এখনো যত্নে রেখে দিয়েছি;
কিছু নষ্ট কিছু ধুয়ে গেছে কিছু জীর্ণ ;
কিছু কুঁড়ি অবস্থায় ঝরে ঝরে গেছে;
কিছু ফুটতেই আক্রান্ত কীটের দংশনে,
কিছু কোনদিন আলোর মুখ দেখবেনা।


তবু কিছু স্বপ্ন এখনো অতি যত্নে রেখেছি।
ভরা শীতে কাঁটায় বোনা পশম পোশাকে ;
খেজুর গাছের জিয়ন রস বুলবুলি ঠোঁটে;
ফাগুন দিনে ঝরা রাধাচূড়ার হলদে পথে,
বরষায় ঝাপসা দেখা যেন নদীর ওপার।


একটা শুধু একান্ত, তোমাকেই বলতে পারি  
যদিও তোমার শোনার কোন দায় নেই;
শরতের শিউলি ফোটা পবিত্র তোমার মুখ!
আগমনী,আমিতো নিছকই এক ভক্তমাত্র ।
অনেক ভিড়ের ভিতর অতি এক সাধারণ।


তবুও তোমার জন্য আগলে মুঠোভরা কিছু স্বপ্নফুল;  
আগমনী, সেই স্বপ্নফুলেই হবে কি তোমার অঞ্জলি?