আমার পৃথিবী ভালো আছ ?
আমার আকাশ নদী আমার বাতাস
আমার পশু পাখী আমার কীট পতঙ্গ
আমার শত্রু মিত্র ধর্ম অধর্ম
আমার প্রানের মানুষ পাশের বাড়ি
সবাইতো ছিল যে যার মতন যেমন থাকে ।
তবে কি হলো ? তবে কি সব শেষ  !
সময়ের বীণে কেন বেসুরের বাজনা বাজে?
যে যেমন ছিলাম কেউ যেন ভালো নেই ;
এখন আতঙ্কের একটা সময় এসেছে
মৃত্যূর একটা চাদর পৃথিবী প্রদক্ষিন করছে !


তবে আমরা যারা এই পৃথিবীর সন্তান ।
তিল তিল করে সাজিয়েছি এই সাধের ভূমি ।
তাকে কিছুতেই মৃত্যূর কুরুক্ষেত্র হতে দেবনা ।
''কোরনা'' তোমাকে নিশ্চিত হার মানতেই হবে
যতই তুমি যতিচিহ্নের স্তব্ধতা আনতে চাও ;
যে যেমন পারি অস্ত্র হাতে আমরাও তৈরী আছি ;
শেষচালে আমরা ... আমরাই করব কিস্তিমাত ।
তোমার বিষাক্ত ছোবল থেকে ঠিক মুক্তি খুঁজে নেব ।