দর্পের আরোহনে যাদের পিছু ফেলেছ
কি ভেবেছিলে তারা মুমূর্ষু ?
পিছনে ফেলতে ফেলতে তারা প্রান্তিক
সামনে পথ আর নেই সাক্ষাত মৃত্যু
আর পিছনে ফেরা যাবে না কোনমতে।
একটাই রাস্তা এখন মুখোমুখি জবাব !


জীবনের খুটিনাটি পেয়ালার তলানিতে,
আপাত শুন্য মনে হলে শুন্য নয় তা ;
অনেকটা যন্ত্রনা হাহাকার না পাওয়ার বেদনা
অঙ্কুশের মতন বিঁধে চলেছে অহরহ...
আক্রোশে ফেটে পড়ছে লক্ষ সূর্যের আলো
জেনে যাও - বোরের চালে রাজা কিস্তিমাত।