কবির ঘরে খিদেরা বাস করে
তবু কবি চলে মাথা উঁচু করে।
ফুটো চালে জোছনা ঢুকে পড়ে
অবাক কবি তার প্রেমেতে পড়ে ।


রাত-বিরেতে বৃষ্টি যখন ঝরে
তখন কবি বাসনে বৃষ্টি ধরে ।
বৃষ্টির গান শোনে সারারাত ধরে
ক্লান্ত কবি কলমেতে গান ধরে ।


দারুন শোকে স্তব্দ যখন পাড়া
কবির দুঃখনদী ছোটে পাগলপারা।
কেউ জানেনা ভাঙছে হৃদয় পাড়
কবির কলম ছুটে চলে দূর্বার ।


পঙ্গপালে ঢেকে ফেলে রবির আলো
কবির জাগরনে আলো আমার আলো ।
শিরদাঁড়া অবনত যে কলম বিক্রি করে?
কবির ভাবনা জুড়ে ক্যান্সার বাস করে ।


তার দুহাত কেটে দুচোখ অন্ধ করে  
যায়নি রোখা কবিকে রেখেও কারাগারে।
হুমকি আর অস্ত্র যতই আঘাত করে
কবির কলমে ততই বিদ্যুৎ ঝরে ।