আমি ও ফিরি করে বেড়াই
এখানে ওখানে মন পাড়ার গলি ধরে ধরে
যায় দূর থেকে সুদুরে হাঁকতে হাঁকতে চলে যাই।
কেউ কেউ কখনো কখনো ডাক দেয় ...
দিনে দিনে সপ্তাহে সপ্তাহে কেউ কেউ বছরে বছরে
কেউ শুধু দেখে শোনে কিন্তু কেনেনা ।
রাগ করিনা, অভিমান ও নয় অনুতাপ তো নয়...
বলেই ফেলি মানে আড়াল হলে শুনে ফেলি
দেখলেই কি কিনতে হবে!


কাগজ কুড়ানোর মতন শব্দ খুঁজে বেড়াই
সজনেফুলে নোঙর ফেলি অভিমানী ফুলের জন্য;
নিষিদ্ধ পাড়ায় গিয়ে লুকিয়ে নেশা করি;
সব আলো একসময় একে একে নিভে যায়...
শুনি কারোর বালিশে মুখ রেখে চাপাকান্না
সব কান্নারা মিলে যখন একসাথে ঐক্যতান বাজে!
তখন আর থাকতে পারিনা দৌড়ে পালাই।
আমার কান্না জেগে উঠে যদি ওদের সাথে গলা মেলায়!
দৌড় দৌড় শুধু দৌড় বিলম্বিতে কখন আবার ঝালায়;
পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে
আকাশ বাতাস রসাতলে... তবু সে কান্না শুনি
কিছুতেই ওরা পিছু হঠেনা ... শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি ।


ঘুম থেকে জাগলেই সামনে দেখি হিজিবিজি একটা খাতা
কলমটা ডানহাতে ব্যথায় হাতটা টনটন করছে;
হিজিবিজি আখর কিচ্ছু বুঝিনা।
তর্জমা করলে মানে খুঁজে পাইনা নিজেই।
যদি জানতাম আমি ও লিখতাম না... কিনতাম ও না …
একটা দীর্ঘশ্বাস... তারপর ফেরিওলাকে বলতাম
যাও ফিরে যাও… তেমন হলে  নিতাম সবটা কিনে।