দস্যি মেয়ের দস্যি কাহিনী
ভীষণ ভালো মনমোহিনী ।
আবার যদি আসে সেদিন
চোখের জলে নেব কিনি ।
***
ছিল একদিন এমন ঠিক স্বপ্নের মতন  
এখন ভাসছে চাষী চোখের জলে হায় ।
বন্যা খরায়  সোনার ফসল হারায়
কেউ থাকেনা পাশে দুর্দাড়িয়ে পালায় ।
***
এত্ত বড় আকাশ মাঝে আমার একটুখানি চাওয়া ।
কিচ্ছু কারো পড়বেনা কম, নিতান্ত ক্ষুদ্র চাওয়া ।
ঘাসে যেমন শিশির বিন্দু, ঝিনুকে মুক্তো পাওয়া,
ধরার মাঝে আঁক'টি কেটে গান গেয়ে তরী বাওয়া ।
***
মা'যে আমার হারিয়ে গেছে, কোথায় খুঁজবো তারে ।
মায়ের কথা ভাবলে পরেই , দুচোখ জলে ভরে ।
কেউ তোমরা জানো নাকি,দুঃখিনী মা কোথায় গেছে ?
কেউ বলে চাঁদের দেশে, কেউ বলে অন্তরেতে আছে ।
***
ফাগুন দিনের আগুন কথা জুড়িয়ে দিলে হৃদয় ব্যথা
মনের ভিতর ছবি আঁকা, বুকের ভিতর স্বপ্ন গাঁথা ।
রাত ফুরালেই দিন আর দিন সরলেই রাত্রি
তুমি আমি এই পৃথিবীর একমাত্র সহযাত্রী  ।