মন যখন তপ্ত রোদ্দুরে তৃষিত
তৃষিতকে দাও বৃষ্টি ও মেঘ বৃষ্টি দাও
বৃষ্টি ঝরাও শ্বেত পত্রে টুপটাপ ঝুপঝাপ
ঝুপঝাপ দলছুট মেঘেরা ঝাঁপিয়ে আসে
এসো মনমেঘ হও পদ্মপাতার টলমল জল
জলছোঁয়াতে আকাল সরিয়ে কবিতা অঙ্কুরিত
সুপ্তি ভেঙে অঙ্কুর বীজপত্রখানি মেলো
বীজপত্রের কোরকে ভরে দিও সবুজ ঘ্রাণ
সবুজেরা পাশাপাশি থেকে আনবে ছায়া
ছায়ার নিরাপত্তায় আসবে অচিন পাখী
পাখির বাসাতে জাগবে নবীন প্রাণ
প্রাণে প্রাণে ঢেউ জাগায় ইচ্ছা আকাশ
ইচ্ছা আকাশ সন্ধান করে মুক্ত বাতাস
বাতাসেই শুনি সেই বিরহী প্রিয়ার ডাক
এসো এসো প্রিয়া হৃদয় উজাড় করে
হৃদয়ে এখন ফুটছে জলজ শাপলাফুল
শাপলাফুলের সব রঙ মেখে নিলে !
সেই রঙ নিয়ে ক্যানভাসে জলছবি
জলছবিতেই দেখি মিথুন মূর্তিখানি
সেই মূর্তির বুঝি আজকে বাসরশয্যা
বাসরশয্যায় হাজার ফুলের মেলা
সেই ফুল মালায় গড়েছি ফুলস্তবক
ফুলস্তবক নিয়ে ধন্য করো এ জীবন ।