মেয়ে তোর আবদারে কবিতা নয় গল্প লিখছি।
রুপকথার গল্পই ভালো
বাস্তবের মতন নয়।
বাস্তবে তোর প্রজাপতি ডানা ভেঙে দেবে কেউ
কুসুমের মতো মন দানব ছোঁয়াতে পাথর ।
অত সাধের রঙিন স্বপ্নগুলো পচা ডোবার পাঁকে;
দুর্যোধনেরা চোখের নিমেষে তাকে উলঙ্গ করে;
কর্ণের মতন দলদাস ও আছে রাত কে দিন দেখে।
বিকর্ণেরা ও আছে; তবে তাদের সংখ্যা হাতে গোনা।


রুপকথার গল্পই ভালো ।
একটা থাকবে রাজপুত্র একটা রাজকুমারী ।
অচিনপুরে সে রাক্ষসরাজের বন্দিনী।
জীয়ন কাঠিতে জাগে, মরন কাঠিতে মরে।
রাজপুত্র একের পর এক কঠিন বাধা পেড়িয়ে
অবশেষে। রাজকন্যা উদ্ধার করে।
রাজপুত্র পক্ষীরাজে চড়ে, হাতে তাঁর তলোয়ার
বুকে তাঁর অসীম সাহস, বাহুতে অগাধ বল।
রাজকন্যা কিছু কম যায়না সেও অসামান্যা
তাঁর হাসিতে মুক্তো ঝরে কান্নায় ঝরে পান্না।


তোর যে ভীষণ অমত।
রুপকথার গল্প নাকি মোটেই ভালো না।
অমন পুতুল পুতুল জীবন তোর পছন্দ নয়।
বরং ছন্নছাড়া বিকর্ণ'রা ঢের ভালো ।
না হোক ওরা অসীম শক্তিধর
ভালবাসায় জীবন দিতে পারে ।
বিপদ দেখে ঝাঁপিয়ে পড়তে পারে।
ওদের সাথেই চলতে পথে থাকবি সাথে সাথে।
এমন গল্প তোর জন্যে পাঠিয়ে দিলাম নীলখামে।