চকিতে হারিয়ে কোথায় যে যাও চলে
এই আছি এই নেই কোন কথা না বলে ।
দেখছনা চাঁদখানা মোমের মত যায় গলে
শুনবেনা সংগোপনে জোনাকিরা কি বলে ।


এই তো বেশ ছিলে, হলুদ সর্ষে ফুলে
আবার কোথায় গেলে পথ কি গেছ ভুলে ?
সকাল গেছে শরতের শিউলি তুলে তুলে
এখন বুঝি ডাক শুনেছ সকল ফুলে ফুলে।


ভিতর থেকে কে দিল ডাক? জলকে যাবি...
অমনি ছুটে গেলে, ফেলে খেলনাবাটি সবই।
আসমান আর জমিন আকাশপাতাল ভাবি
এমন ধারা খামখেয়ালি, কেউ ডাকলেই যাবি!


কি যে শোন তুমি দূর আকাশে কান পেতে
জানো মেয়ে কি হয় চুরি এই জোছনা রাতে?
তুমি ই পারবে পাহাড় থেকে ঝরনা নামাতে
তুমি ই হাসবে শুভ্রাকাশে সূর্য সাথে সুপ্রভাতে ।



*** কেউ হটাত পাতায় এসে চকিতে গেছে ফিরে । এই কবিতা তাঁর জন্য ।