কবিতা তুমি কার ?
যে আমায় অন্তরে রাখে হয়ে যায় তার ।
যে আমাকে কাগজে রাখে হই কাগজের
রেখেছ ওষ্ঠ জুড়ে তাই আবৃত্তি তোমার।
শোকে তাপে দ্রোহে যে রাখে আমি তার ।
      
তোমার শরীরের নিকোটিন বড় কষ্ট পাচ্ছি
তিক্ততায়, একটু একটু করে ছেড়ে যাচ্ছি
যেমন ছুটি নেয় গুটিপোকা থেকে প্রজাপতি;
ছুটি নেব শরীরে আমার নিকোটিন দস্তখত
যদি ভালোবাসো, সবুজে ঘিরে আটকাওনা
আবেশিত ধোঁয়াতে অস্পষ্ট হতে দিওনা ..


       একা থেকে যাব চিলেকোঠার ঘরে।
তমসাতে হাঁটবো দেখবো ব্রাম্ভমুহূর্ত কি গান গায়?
নদীর পাড় ধরে পা ভিজিয়ে এগোবো মোহনায়।
নীলাকাশে গাঙচিল ও একা একা উড়তে থাকে।
যদিনা পায় সেই মনের মানুষ থেকে যাব একাই।
যদি তাঁকে পাই, হাত বাড়িয়ে বলব চলো যাই ;  
সমুদ্র বালুচরে রুপালী হবো পূর্ণ চাঁদের আলোয়।