সংক্রান্তি কালে উত্স তুমি, তখন তুমি আধুনিক  
তুমি রূপক,জীবনমুখী তুমি আরো অনেক কিছু ,
অনেকটা ভাঙ্গাচোরা প্রাসাদে বটের ঝুরি নামিয়ে
               ছায়া দেবার চেষ্টা করেছ অনর্গল।


অপূর্ব দৃষ্টিক্ষেপণে অবলোকন করে চলেছ ।
এমন অনেক গভীর কান্না যা লুকানো থাকে
সাগর অতলে পাহাড় গভীরে আকাশের নীলে।
               আহত পাখির ডানায় ডানায় ।


তুমি সুন্দর তুমি অসুন্দর তুমি রূপময়ী কুত্সিত
তোমার হালকা মোচড়ে পাঁপড়ি মেলে ধরে পুস্প।
যত্নে লালিত ঝিনুকে মুক্তো মুক্তিতে সে ঝলসায় ।
       সুনামিতে হারিয়ে ফিরে যাও সেই প্রাচীনত্বে ।