আমার অপেক্ষার শেষে তুমি নিশ্চিত আসবে জানি
যখন আসবে তখন নিয়ে এসো আঁজলা ভরে জল।
বৃষ্টিধারার মতন ঝরিয়ে দিও আমার এই মস্তকে
     অন্তরে জমে থাকা যত কান্নাগুলো কাঁদবো ।
তুমি জানবে না আর কেউ কোনদিন জানবে না
সেই বৃষ্টিধারায় মিশে গেল এক আকাশ কান্না ।


আমিও রেখেছি থরে থরে ফাগুনের আগুন বাতাস  
শ্রাবনের ধারায় ধুয়ে যাওয়া ঝরাপাতার গোপন কথা
প্রতিদিনের যন্ত্রণা জুঁই থেকে রাখা সৌরভ আতর  
        ধুপছায়া শাড়িতে মিশে থাকা ভালবাসা বাস।
তখন ইচ্ছা থাকলেও যেতে পারবেনা তুমি প্রস্তুরিভুত
এই হৃদয় সরোবরে পদ্ম নয়  নকশিকাঁথার লতার ফুল।